বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং নিরীক্ষা প্রক্রিয়া সহজ করতে বিজিএমইএ ও অ্যামফরি যৌথভাবে কাজ করবে।
বুধবার (৬ আগস্ট) বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের সঙ্গে ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বৈঠক করেন অ্যামফরির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক জন স্টেলান্সন। বৈঠকে পোশাক শিল্পের পরিবেশবান্ধব ও সামাজিক মানদণ্ড বজায় রাখতে সমন্বিত নিরীক্ষা কাঠামো গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
জন স্টেলান্সন বলেন, নিরীক্ষার পুনরাবৃত্তি ও অতিরিক্ত ব্যয় কমাতে অ্যামফরি সরবরাহকারী ও প্রস্তুতকারকদের দায়িত্ব বাড়াতে চায়, যাতে তারা সাপ্লাই চেইনের কর্মক্ষমতা ও লিড টাইম আরও ভালোভাবে মূল্যায়ন করতে পারে।
বিজিএমইএ সভাপতি ইনামুল হক খান অ্যামফরির নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি সমন্বিত নিরীক্ষা কাঠামো গঠনের মাধ্যমে প্রস্তুতকারকরা আরও দক্ষতা অর্জন করবে।
উভয় পক্ষ ভবিষ্যতে পাইলট প্রকল্পসহ ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে টেকসই ব্যবসায়িক কাঠামো গঠনে সম্মত হয়েছে।
অ্যামফরি একটি বৈশ্বিক সংস্থা, যা সাপ্লাই চেইনে নৈতিকতা, স্বচ্ছতা ও পরিবেশবান্ধবতা নিশ্চিত করতে কাজ করে।
আমার বার্তা/এমই