সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা খুশী (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত দুই শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোরিকশায় করে শহরে ফিরছিলেন। অটোরিকশায় আরও কয়েকজন যাত্রী ছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আফসানা খুশী ও শফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় স্নেহা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমার বার্তা/এমই