গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ১টি বোটসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ আগস্ট ২০২৫ তারিখ মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ ১ টি মাছ ধরার ট্রলার সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল উক্ত বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় তারা তিনদিন যাবৎ ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশান ভাসানচর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতের কবলে পড়া ১৫ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিসিজি স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়।
পরবর্তীতে, উদ্ধারকৃত ১৫ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/জেএইচ