মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনায় বাড়ির মালিক রাজা মিয়া দাবি করেছেন, মুখোশ পরা ১২-১৪ জনের একটি ডাকাতদল গ্রিল কেটে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রাজা মিয়া পেশায় কাঠ ব্যবসায়ী এবং বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, সুমন গত বছরের ৫ আগস্ট থেকে দেশের বাইরে রয়েছেন।
রাজা মিয়া বলেন, ‘ডাকাতরা ঘরের দ্বিতীয় তলায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ টাকা নিয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।’
সানজিদ আহমেদ সুমন হোয়াটসঅ্যাপে জানান, ‘ডাকাতরা চাপাতি দিয়ে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে রাখে এবং চিৎকার করলে ক্ষতির হুমকি দেয়। এরপর তারা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।’
খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ। তিনি জানান, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
আমার বার্তা/এল/এমই