ই-পেপার শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফাররা

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৫, ১০:৫৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ হলো আরেকটি নতুন অধ্যায়। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেলো বাংলাদেশের সার্ফিং দল। ২০২৬ সালে জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে সরাসরি অংশ নেবে লাল-সবুজের তরুণ সার্ফাররা।

এই আনন্দঘন খবরটি দেশে ফিরে জানিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। ভারতের তামিলনাড়ুতে সদ্যসমাপ্ত ‘চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়েই এই অর্জন ছিনিয়ে আনে তারা।

প্রতিযোগিতা ও অর্জন

ভারতের তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ৩ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেয় ১৮টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নেয় ৫ জন সার্ফার: মোহাম্মদ মান্নান, হাসান, ইউনুচ, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আকতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোকে টপকে বাংলাদেশ অর্জন করে সম্মানজনক ৯ম স্থান। এই সাফল্য থেকেই বাংলাদেশ পায় এশিয়ান গেমস ২০২৬-এ সার্ফিংয়ের অংশগ্রহণের স্বীকৃতি।

প্রস্তুতি শুরু কক্সবাজারে

দেশে ফিরেই বিশ্রামের সুযোগ নেই লাল-সবুজের সার্ফারদের। কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে কঠোর অনুশীলন। কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে প্রতিদিনই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছেন মান্নান-হাসানরা। লক্ষ্য একটাই-এশিয়ান গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনা।

এ বিষয়ে কোচ রাশেদ আলম বলেন, ‘সার্ফাররা এবার চ্যাম্পিয়নশিপে ভালো করেছে বলেই এশিয়ান গেমসে জায়গা পেয়েছে। এটা বিশাল এক অর্জন। এখন থেকে কঠোর অনুশীলন শুরু হয়েছে। সার্ফারদের স্কিল বাড়াতে প্রতিনিয়ত কাজ চলছে।’

সার্ফারদের লড়াই ও স্বপ্ন

নারী সার্ফার ফাতেমা আকতার বলেন, ‘ছয় বছর ধরে সার্ফিং করছি। প্রথমবার আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। ওখানে ঢেউগুলো ছিল পয়েন্ট ব্রেক, আর আমাদের কক্সবাজারে বিচ ব্রেক, তাই কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী, আমরাও একদিন জিতব।’

মাহিমা আক্তার মিলি বলেন, ‘প্রথমবারেই অনেক অভিজ্ঞতা হলো। এখন লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া, দেশের জন্য জয় ছিনিয়ে আনা।’

মোহাম্মদ মান্নান, হাসান ও ইউনুচরা জানান, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ শেষ করেই তারা দেশে ফিরেছেন। ভারতে নিজেদের পারফরম্যান্সে খুশি তারা। এখন তাদের স্বপ্ন- এশিয়ান গেমসে ভালো কিছু করা এবং বাংলাদেশকে সার্ফিংয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করা। সে লক্ষ্য নিয়েই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

সাফল্যের নেপথ্যে

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। তবে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার। অলিম্পিক অ্যাসোসিয়েশনে সদস্যপদ চেয়ে আবেদন করা হয়েছে, সেটি কার্যকর হলে আমাদের পথ আরও সহজ হবে।’

অ্যাসোসিয়েশনের টিম লিডার মো. সাইফুল্লাহ সিফাত বলেন, ‘অনেক চ্যালেঞ্জ পেরিয়ে আজ আমরা এখানে। এশিয়ান গেমসে জায়গা পাওয়া বিশাল অর্জন। আন্তর্জাতিক সার্ফিং ফেডারেশনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছে, এখন লক্ষ্য আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়া।’

সামনে যা অপেক্ষা করছে

২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। সেখানে প্রথমবারের মতো লাল-সবুজের সার্ফাররা দেশের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই অর্জন। তরুণ সার্ফারদের এই সাফল্য হয়তো একদিন সার্ফিংকেও বাংলাদেশের মূলধারার খেলায় পরিণত করবে।

আমার বার্তা/এল/এমই

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের

ম্যাচের শুরু ও শেষটা হয়েছে আবেগে ভরপুর। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে ফুটবলার, দর্শক

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

নারী ওয়ানডে বিশ্বকাপের আর ৫০ দিন বাকি। আর এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো

ইংল্যান্ডে চিকিৎসা শেষে ২০ আগস্ট সিলেট ক্যাম্পে যোগ দেবেন হৃদয়

পরপর দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া

ভিএআরকে হলুদ কার্ড দেখানোর ক্ষমতা দেওয়ার ভাবনা

বর্তমানে ম্যাচের বড় বড় সিদ্ধান্ত যেমন- গোল, সরাসরি লাল কার্ড, পেনাল্টি ও ভুল পরিচয় শনাক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র

হাতির আঘাতে আহত চিকিৎসকদের হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভুলে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয়

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে তেল পরিবহন শুরু, সাশ্রয় ৩০০ কোটি টাকা

বেনাপোলে ছাত্রলীগের সাবেক নেতা মুকুল হোসেন গ্রেপ্তার

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান নবম, শীর্ষে কিনশাসা

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিশ্ববাজারে উর্ধ্বমুখী সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম

বনানীর সিসা বারের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে খুন হন রাব্বী: র‌্যাব

লাউ দিয়ে মুরগির ঝোল করবেন যেভাবে

গোমস্তাপুরে ২ মাদ্রাসাছাত্রীর রহস্যময় মৃত্যু

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ফিলিস্তিনিরা পড়বে না: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

খুলনার রূপসা কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুট

বোটসহ ১৫ জন জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

চার ঘণ্টা পর চট্টগ্রামের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে