বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক হতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পনের জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন, তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা। তিনি বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখে—এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশিত।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত চার আগস্ট তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। আজ বুধবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং মহাপরিচালক তাদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই