খুলনায় দেশীয় পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)। অভিযানে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।
আটকের পর জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আমার বার্তা/এল/এমই