ই-পেপার বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপে চ্যাম্পিয়নদের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৫, ১৬:১৬
আপডেট  : ২৯ জুলাই ২০২৫, ১৬:২৪

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া।

টুর্নামেন্টের প্রতিযোগী ১২টি দল চার পটে বিন্যস্ত ছিল। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র‌্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি। বাংলদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত।

চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান উঠায় বাংলাদেশের বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে। ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ভিয়েতনাম উঠুক দ্বিতীয় দল হিসেবে। কিন্তু দ্বিতীয় পট থেকে নাম তোলা ব্যক্তি দ্বিতীয় দল হিসেবে চীনের নাম তোলেন। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে পড়েছে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন।

এক নম্বর পটে ছিল অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল, ফলে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি দল ‘বি’ এবং ‘সি’ গ্রুপে পড়বে। বাংলাদেশের ‘বি’ গ্রুপে পড়ে উত্তর কোরিয়া।

২০০৬ সালের পর অস্ট্রেলিয়া আবারও নারী এশিয়া কাপের স্বাগতিক হচ্ছে। তাদের হয়ে এই প্রতিযোগিতায় খেলা ফুটবলার আগামী বছর এশিয়া কাপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছেন। আজ ড্র অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব সৌভাগ্যের। আমি নিজে ২০০৬ সালে অ্যাডিলেডে এশিয়া কাপ খেলেছি। ২০ বছর পর আরেকটি নারী এশিয়া কাপে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছি। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টটি সবদিক থেকে বিগত যেকোনো আসরের চেয়ে সফল করতে চায়। আশা করি সফরকারী ১১ দলের খেলোয়াড়, ফুটবলারদের পরিবার এই আসর উপভোগ করবে।’

বিজ্ঞাপন

সিডনি টাউন হলে এএফসি ও অস্ট্রেলিয়া বেশ বড় আয়োজন করেছে। যেখানে পরিবেশিত হয়েছে অস্ট্রেলিয়ান নৃত্য। টুর্নামেন্টের ভেন্যু ও দল নিয়ে বেশ সুন্দর ভিডিও প্রোমো হয়েছে।

এএফসি’র নারী উইংয়ের প্রধান বলেন, ‘এএফসি নারী ফুটবলের অগ্রগতি নিয়ে কাজ করছে। এবারই প্রথম ১২ দল নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। যা নারী ফুটবলের বিকাশ ও প্রতিদ্বন্দ্বিতায় সহায়তা করবে।’ তারা রুস্টন অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারাসহ অস্ট্রেলিয়ান সরকার এবং এএফসি কর্তারা।

কোন গ্রুপে কারা

‘এ’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

‘বি’ : উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান

‘সি’ : জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে

আমার বার্তা/এমই

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে হাসিনা ও তার সহযোগীদের নিয়ে লাইভ গেম শো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শোর আয়োজন করা হয়েছে

চুলের স্টাইলের সাথে বদলায়নি নেইমারের পায়ের জাদু

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা এক নামেই পরিচিত। শৈল্পিক ফুটবলে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের।

ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের প্রথম

এশিয়া কাপ দেখতে না পাওয়ার সম্ভাবনা পাকিস্তানের অধিবাসীদের

বেশ নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো জটিলতা শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন

হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ

বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

জয়পুরহাটে বস্তায় পোড়া লাশ উদ্ধার

সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘ডাকাতি’, স্বর্ণ ও টাকা লুট

গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করা হয়েছে: উমামা ফাতেমা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

ওএসডি হওয়া ৭৬ পুলিশকে একযোগে বদলি

সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার হোসেন

জুলাই ঘোষণাপত্রে হতাশ হলেও নির্বাচনের ঘোষণায় ইতিবাচক জামায়াত

কবরে ভালো ও মন্দ আমল মানুষের সামনে উপস্থিত হবে যেভাবে

গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে: নুর

নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই

ট্রাম্প-মোদির বন্ধুত্ব থাকলেও তলানিতে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সাক্ষীর জবানবন্দি: আমি আবু সাঈদকে গুলি করতে দেখেছি

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি