ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টানা শুটিং শেষ করে গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে চমকে দিয়েছেন ছেলে আয়াশকে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালের একটি ফ্লাইটে দেশে ফেরেন অপূর্ব। অভিনেতা ফেসবুক পোস্টে বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফিরছি…’।
তাছাড়া ১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
যেখানে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাওয়ার পরে বারান্দার পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াশ কান্না করে।
শোনা যাচ্ছে, পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্ব’র ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্ব’র চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি।
আমার বার্তা/এল/এমই