আরজে হিসেবে রেডিও জগতে যাত্রা শুরু করেছিলেন মাহভাশ। কিন্তু আজ সেই পরিচয়ের বাইরেও তাঁর নাম ছড়িয়েছে আন্তর্জাতিক পরিসরে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ অ্যাওয়ার্ড গ্রহণ করে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন তিনি।
পুরস্কার গ্রহণের পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মাহভাশ লেখেন, “উদ্দেশ্য পরিষ্কার হলে গন্তব্য কখনও কঠিন হয় না। আমি গর্বিত, এমনকী সেই কাজগুলোর জন্যও যা সফল হয়নি। কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেছে। মনে রাখবেন, স্রষ্টা আপনাকে সাহায্য করেন আজ না হোক, কাল ঠিকই করেন।”
এই পোস্টে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইলেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের মন্তব্য। প্রশংসাসূচক কমেন্টে তিনি দিয়েছেন হাততালি এবং নজর লাগার হাত থেকে রক্ষা পাওয়ার ইমোজি যার মাধ্যমে হয়তো তিনি মাহভাশের প্রতি নিজের ভালোবাসা বা শুভকামনা প্রকাশ করেছেন।
এদিকে চাহালের ব্যক্তিগত জীবনও সাম্প্রতিক সময়ে কম আলোচিত হয়নি। ২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রী ভর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। গুঞ্জন রয়েছে, দীর্ঘ তিন বছরের টানাপোড়েন শেষে ভেঙে গেছে তাঁদের দাম্পত্য জীবন। কাদা ছোড়াছুড়ি, মান-অভিমান এবং বিচ্ছেদ ইস্যু সবই ছিল সেই অধ্যায়ে।
তবে এখন মাহভাশ ও চাহালের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়েই কানাঘুষা বেশি। দুজনের কেউই এখনও প্রকাশ্যে কিছু না বললেও সামাজিক মাধ্যমে তাদের পারস্পরিক ‘ইন্টার্যাকশন’ থেকে সম্পর্কের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।
চলচ্চিত্র, রেডিও কিংবা প্রেম সবটিতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহভাশ। এখন দেখার পালা, ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের কোন অধ্যায়ে তিনি নতুন চমক আনেন।